* অফিসে যে ব্যাগ প্রতিদিন নিয়ে যাওয়া হয়, সেটির মধ্যে একাধিক চেম্বার থাকলে ভালো। প্রয়োজনীয় জিনিসগুলো একসঙ্গে ও টুকিটাকি জিনিসগুলো আলাদা চেম্বারে রাখতে পারেন। এতে সহজেই খুঁজে পাবেন। মুঠোফোন বা অন্যান্য ব্যক্তিগত জিনিস গুছিয়ে রাখার জন্য চাইলে আলাদা ছোট ব্যাগও থাকতে পারে। এতে একদিকে যেমন বড় ব্যাগটার মধ্যে এগুলো খুঁজতে সময় কম লাগবে, তেমনি ব্যাগের বিভিন্ন চেম্বারে খুঁজতে গিয়ে তাড়াহুড়ায় ব্যাগের চেইন নষ্ট হওয়ার আশঙ্কাও কমবে।
* ব্যাগে অতিরিক্ত ভারী জিনিস রাখলে হাতল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে। ব্যাগ টইটম্বুর করে চেইন আটকানোর কসরত করার চেয়ে বাড়তি একটি ব্যাগ ব্যবহার করা ভালো। নইলে দ্রুতই ব্যাগের চেইন নষ্ট হয়ে যেতে পারে।
* নরম ব্যাগে ভারী জিনিস রাখলে পুরো ব্যাগই ছিঁড়ে যেতে পারে। আজকাল বাহারি চটের ব্যাগ পাওয়া যায়। ভারী জিনিস বহন করতে চাইলে এসব ব্যবহার করতে পারেন।
* বর্ষার মৌসুমে চামড়া বা কাপড়ে তৈরি ব্যাগ ব্যবহার না করাই ভালো। বরং এ সময়টাতে কৃত্রিম উপাদানে তৈরি ব্যাগ ব্যবহার করা যায়। এগুলো বেশ মসৃণ ও পিচ্ছিল হয়ে থাকে। বৃষ্টির পানি লাগলেও এ ধরনের ব্যাগ সহজে নষ্ট হয় না।
* প্রতিদিন যে ব্যাগ ব্যবহার করা হয়, সেগুলো সাদা বা হালকা রঙের হলে সহজেই কলমের কালি বা অন্য কোনো দাগ লেগে যেতে পারে। তাই এ ক্ষেত্রে একটু গাঢ় রঙের ব্যাগ বেছে নেওয়া ভালো।